Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামীকাল দিল্লির বিধানসভা নির্বাচন, পিছোল শাহিনবাগ মামলার শুনানি

নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে রাস্তা আটকে চলছে বিক্ষোভ। রাস্তা চলাচলে যানজট হচ্ছে, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অত্যন্ত ব্যস্ত এই এলাকায় যাতে প্রতিবাদ-আন্দোলন না করা হয়,…

Avatar

নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে রাস্তা আটকে চলছে বিক্ষোভ। রাস্তা চলাচলে যানজট হচ্ছে, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অত্যন্ত ব্যস্ত এই এলাকায় যাতে প্রতিবাদ-আন্দোলন না করা হয়, তার জন্যও প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার পক্ষেও সওয়াল করা হয় আবেদনে। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন। যার জেরে স্থগিত রাখা হল এই মামলার শুনানি। ভোট প্রক্রিয়া মিটে যাবার পর আগামী সোমবার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কৌশল। এদিন শুক্রবার ছিল মামলার শুনানি। কিন্তু আসন্ন বিধানসভা ভোটের পর এই মামলার রায় দেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রতিবাদের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, যার জেরে শাহিনবাগ এলাকায় মহিলাদের এই আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারির উপর বিস্তারিত নির্দেশিকা চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপির প্রাক্তন বিধায়ক নন্দ কিশোর। দিল্লির সঙ্গে নয়ড়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ৪৫ টিরও বেশি আসন নিয়ে সরকার গঠনের পথে বিজেপি

সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়েছেন, আগামীকাল দিল্লির বিধানসভা নির্বাচন। তাই এই নির্বাচনের আগে কোনোরকম শুনানি করা হবে না এই মামলায়। তাহলে নির্বাচনের উপর এই শুনানির প্রভাব পড়তে পারে। তাই শুক্রবার পিছিয়ে তা সোমবার করা হয়েছে বলে কোর্টের তরফে জানানো হয়েছে।

About Author