সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা গেছে দেশজুড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভে উত্তপ্ত অবস্থা দেখা গেছে, নাগরিকত্ব আইন কে কেন্দ্র করে গণ্ডগোল এর থেকে এবার রেহাই পেল না আন্তর্জাতিক কলকাতা বইমেলা। শনিবার বিকেলে কলকাতা বইমেলায় সিএএ বিরোধকে কেন্দ্র করে গণ্ডগোল বড় আকার ধারণ করে। বিজেপির স্টলের সামনে এপিডিআর কর্মীরা বিক্ষোভ দেখানোর পর বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা মেলায় পৌঁছতেই চরম অশান্তির পরিবেশ সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। চলতে থাকে ধাক্কাধাক্কি, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে বিধাননগর পুলিশ আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংশোধিত নাগরিকত্ব আইন কে কেন্দ্র করে গন্ডগোলের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বইমেলার ৭ নম্বর গেট। এসব করে প্রচারের আলোয় আসতে চাইছে তৃনমূলের স্তাবক কিন্তু আমরা সেটা হতে দেব না বললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : গেরুয়া দল ৫০টির বেশি আসনে জিতে দিল্লিতে সরকার গঠন করবে : মনোজ তিওয়ারি
গণ্ডগোলের খবর পেয়েই বইমেলার বিভিন্ন প্রান্তে লোকে লোকারণ্য হয়ে যায় বইমেলা। এরপর রাহুল সিনহা মেলা ছেড়ে বেরিয়ে যাবার পরও বিক্ষোভ চলতে থাকে, আটক করা এপিডিআর কর্মীদের মুক্তি দেওয়ার দাবী জানানো হয়। বিক্ষোভকারীরা বলেছে সারা বইমেলা জুড়েই সিএএ-এর বিরুদ্ধে প্রচার চলছিল। বিজেপির স্টলের সামনে যেতেই বিজেপি কর্মীরা প্ররোচনা তৈরি করে বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বিক্ষোভকারীদেরই আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। তবে এখন অবস্থা নিয়ন্ত্রনে আছে বলে জানিয়েছে পুলিশ।