দিল্লির ভোটের ফল প্রকাশের পর শেষ হাসি হাসবে কে? কী জানাল Exit Poll
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে গতকাল। ভোট গ্রহণ পর্ব শেষ হতেই একের পর এক সমীক্ষা বের হওয়া’ও শুরু হয়েছে। আর বেশিরভাগ সমীক্ষার ফলেই দেখা যাচ্ছে একতরফা ভাবে দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বেশিরভাগ সমীক্ষার ফলেই দেখা যাচ্ছে বিজেপি বা কংগ্রেসের দিল্লিতে ক্ষমতায় আসার সুযোগ খুবই কম।এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে গত পাঁচ বছরের কাজের প্রেক্ষিতে ভোট চেয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথা যে দিল্লির মানুষ শুনেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে বিভিন্ন সমীক্ষার ফলে।
ইন্ডিয়া টুডের পশ্চিম দিল্লির সমীক্ষায় দেখা যাচ্ছে, পশ্চিম দিল্লিতে আপ ১৬-১৯ টি আসন পেতে পারে, যেখানে বিজেপির খাতা খোলার সম্ভাবনাই খুব কম। একই ভাবে উত্তর পশ্চিম দিল্লিতেও ৭-৯ আসন পেতে পারে আপ, সেখানে সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে ১-৪ টি আসন। রিপাবলিক টিভির সমীক্ষায় জানানো হয়েছে, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আপ পেতে পারে ৪৮-৬১ আসন, সেখানে বিজেপি পেতে পারে মাত্র ৯-২১ টি।
আরও পড়ুন : গেরুয়া দল ৫০টির বেশি আসনে জিতে দিল্লিতে সরকার গঠন করবে : মনোজ তিওয়ারি
একই ভাবে আর একটি চ্যানেল টাইমস নাও এর সমীক্ষায় বলা হয়েছে, আপ ৪৪ টি আসন পেতে পারে, সেখানে বিজেপি ২৬ টি আসন পেতে পারে দিল্লি বিধানসভায়। প্রায় সমস্ত সমীক্ষাতেই জানানো হয়েছে বিজেপি খুব বেশি আসন পাবেনা। আপ-ই আবার দিল্লিতে ক্ষমতায় ফিরছে দিল্লিতে।