শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২২ রানে হেরেছে ভারত। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন ম্যাচটি হারলেও এই ম্যাচে ভারতের পক্ষে বেশ কয়েকটি ইতিবাচক দিক রয়েছে যেমন নিম্ন ক্রমের ব্যাটসম্যানদের লড়াই। এই ম্যাচে শ্রেয়স আইয়ার ৫২ এবং রবীন্দ্র জাদেজা ৭৩ বলে ৫৫ রানের এক লড়াকু ইনিংস খেলেন। ন’নম্বরে ব্যাট করতে নেমে তরুণ পেসার নবদীপ সাইনি ৪৯ বলে ৪৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেন।
রবীন্দ্র জাদেজা সাত নম্বরে ব্যাট করতে নামেন এবং শেষ পর্যন্ত ভারতের জয়ের আশা জিইয়ে রাখেন তিনি। ম্যাচে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। ৪৫ তম ওভারে জেমিসনের বলে তরুণ পেসার নবদীপ সাইনি অনবদ্য ৪৫ রান করে আউট হওয়ার আগে জাদেজা অষ্টম উইকেটে সাইনির সাথে জুটি বেঁধে মূল্যবান ৭৬ রান যোগ করেছিলেন। ৪৯ তম ওভারে জিমি নিশামের বলে কলিন ডি গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়ার আগে জাদেজা ক্রিজের এক প্রান্তে মাটি কামড়ে পড়ে থেকে রানের ধারা বজায় রেখেছিলেন।
আরও পড়ুন : সাত বছর পর ফের ব্যাট হাতে মাঠে সচিন তেন্ডুলকর
ভারতের হয়ে রান তাড়া শেষ করতে না পারলেও জাদেজা তার ইতিবাচক ৫৫ রানের ইনিংসটি খেলে প্রাক্তন দুই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছেন। ভারতের পক্ষে সাত নম্বরে ব্যাট করতে নেমে জাদেজা তার সপ্তম অর্ধশতরানটি করলেন যেটি সাত নম্বর পজিশনে কোনও ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি। তিনি ধোনি এবং দেবকে ছাড়িয়ে গেলেন, যারা সাত নম্বরে ব্যাট করতে নেমে ৬ টি করে অর্ধশতরান করেছেন।