Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিয়ালদহ শাখায় লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা

টোমেটিক সিগন্যালিংকে আরও উন্নত করতে শিয়ালদহ থেকে বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, আগামী আটদিন এই ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা থাকছে। শিয়ালদহ-রাণাঘাট, শিয়ালদহ-গেদে লাইনে বাতিল থাকছে একাধিক…

Avatar

টোমেটিক সিগন্যালিংকে আরও উন্নত করতে শিয়ালদহ থেকে বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, আগামী আটদিন এই ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা থাকছে। শিয়ালদহ-রাণাঘাট, শিয়ালদহ-গেদে লাইনে বাতিল থাকছে একাধিক ট্রেন। আপ ও ডাউন মিলিয়ে ২৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ১২টা শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল, ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৭৬টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল সহ মেন লাইনের বহু সংখ্যক ট্রেন বাতিল থাকবে টানা আট দিন।

যার ফলে নিত্যযাত্রীদের হতে পারে সমস্যা। কিছু এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলবে। যেসব এক্সপ্রেস ট্রেন ঘুরপথ অবলম্বন করে চলবে সেগুলি হল কলকাতা-পটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস ইত্যাদি। তবে রবিবারও ট্রেন চলাচল বন্ধ ছিল কিন্তু ছুটির দিন থাকায় যাত্রীদের তেমন সমস্যা হয়নি। কিন্তু সোমবার সকাল থেকেই শুরু হয় সমস্যা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্কুল,কলেজ,অফিসে যেতে বহু মানুষেরই ট্রেনপথে যেতে হয় গন্তব্যে। একাধিক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি হবে বলেই মনে করা হচ্ছে, কারণ কাজের সূত্রে দূরদূরান্ত থেকে বহুমানুষ কলকাতায় আসে ট্রেনে, আবার কলকাতা থেকে দূরে যেতেও ট্রেন কেই মাধ্যম হিসেবে বেছে নেয় বহুমানুষ।

About Author