আবারও মধ্যবিত্তের জন্য খারাপ খবর, এবার এক ধাক্কায় ঠিক কতটা দাম বাড়ল রান্নার গ্যাসের দেখে নিন
দাম বাড়লো রান্নার গ্যাসের। দিল্লির ভোট মিটতেই রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে চাপে পড়ে গেলো মধ্যবিত্ত। মেট্রো শহর গুলিতে ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম একলাফে বেড়েছে ১৪৯ টাকা। ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে নতুন দাম হচ্ছে ৮৯৬ টাকা। এর আগেও দুবার বেড়েছিল কিছু পরিমাণে, কিন্তু এবার এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়লো।
বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দিল্লির ভোটের কথা মাথায় রেখে গত মাসে একবারও দাম বাড়েনি রান্নার গ্যাসের। কিন্তু ভোট মিটতেই এক লাফে এতটা দাম বাড়লো রান্নার গ্যাসের। আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দাম ওঠানামা করে রান্নার গ্যাসের। আন্তর্জাতিক বাজারে এই মুহুর্তে রান্নার গ্যাসের দাম অনেকটাই বেশি, তাই ভারতেও বেশ অনেকটাই দাম বাড়লো গ্যাসের।
বর্তমানে বছরে ১২ টি এলপিজি গ্যাসে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু ১২ টি গ্যাসের পর আবার গ্যাস নিতে গেলে বেশি টাকা দিতে হয় গ্রাহককে। সবজি, মাছ, মাংসের দাম ক্রমশ বেড়ে চলেছে বাজারে, তার মধ্যে এই ভাবে রান্নার গ্যাসের দাম বাড়লে সাধারণ মধ্যবিত্ত মানুষ যে খুবই সমস্যায় পড়বে সেকথা বলাই বাহুল্য।