আবার বাড়লো সোনার দাম। এই নিয়ে পরপর দুদিন বাড়লো সোনার দাম। আজ সোনার দাম ০.৩৮% বেড়ে প্রতি ১০ গ্রামে দাম হয়েছে, ৪০,৬৩৯ টাকা। টানা কয়েকদিন ধরেই কমছিল সোনার দাম। তারপরই পরপর দুদিন বাড়লো দাম। বিশ্ব বাজারে সোনার দাম বাড়ার ফলেই ভারতের বাজারেও সোনার দাম এত বেড়েছে বলে মত বিশেষজ্ঞ দের।
বিশ্ব বাজারে দাম বাড়ার পাশাপাশি ডলারের তুলনায় টাকার মূল্য কিছুটা কমার কারণেও সোনার দাম বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। রুপোর দামও বিগত কয়েকদিন ধরে কমছিল। কিন্তু আজ হঠাৎই অনেকটা দাম বেড়েছে রুপোর।
আরও পড়ুন : আজ চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, উদ্বোধন করবেন রেলমন্ত্রী
রুপোর দাম প্রতি কেজিতে ০.৬২% বেড়ে হয়েছে ৪৫,৭৮১ টাকা। আগের তুলনায় যা অনেকটাই বেড়েছে। এই বিয়ের মরসুমে সোনা, রুপোর দাম এভাবে বাড়ার ফলে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই যে সমস্যার মধ্যে পড়বে তা বলাই বাহুল্য।