কলকাতানিউজ

শহীদ সেনাদের স্মরণ করে ঠিক যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের!

Advertisement

পুলওয়ামা হামলায় নিহত সিআরপিএফ সদস্যদের স্মরণ করে শুক্রবার তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি টুইট করে বলেন, “খুবই দুঃখের সাথে আমি গতবছর শহীদ হওয়া বীর জওয়ানদের স্মরণ করছি। তাঁদের পরিবারের জন্য আমার সমবেদনা রইলো। জয় হিন্দ।”

গত বছরের ১৪ ই ফেব্রুয়ারি, জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের নিরাপত্তা কর্মী বহনকারী একটি কনভয়ে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় একটি আত্মঘাতী বোমা হামলা হয়।এতে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য নিহত হয়েছেন।

সেই ভয়ংকর দিনের বর্ষপূর্তিতে শুধু মুখ্যমন্ত্রীই নন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “গত বছর পুলওয়ামায় শহীদ সৈনিকদের শ্রদ্ধা জানাই।তারা দেশের সেবা ও সুরক্ষায় জীবন বলিদান দিয়েছেন। গোটা ভারতবর্ষ তাঁদের অবদান কখনো ভুলবে না।”

Related Articles

Back to top button