Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বকেয়া টাকা না মেটানোর জন্য তিন লক্ষ টাকা জরিমানা মোহনবাগানের

একদিকে আই লিগ জিততে চলেছে, এর মধ্যেই মাঠের বাইরে শাস্তির মুখে পড়লো মোহনবাগান। প্রাক্তন ফুটবলারদের বকেয়া না মেটানোর জন্যে শাস্তির মুখে পড়তে হলো মোহনবাগানকে। চুক্তি মতো টাকা না পেয়ে বকেয়া…

Avatar

একদিকে আই লিগ জিততে চলেছে, এর মধ্যেই মাঠের বাইরে শাস্তির মুখে পড়লো মোহনবাগান। প্রাক্তন ফুটবলারদের বকেয়া না মেটানোর জন্যে শাস্তির মুখে পড়তে হলো মোহনবাগানকে। চুক্তি মতো টাকা না পেয়ে বকেয়া টাকার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটির দ্বারস্থ হয়েছিলেন মোহনবাগানের চার প্রাক্তন ফুটবলার রাজু গায়কোয়াড়, ড্যারেন ক্যাদিয়েরা, রিকার্ডো কার্ডোজ এবং অভিষেক আম্বেদকর। এদিকে এই একই অভিযোগে ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কোচ খালিদ জামিলও।

এরপর প্লেয়ার স্ট্যাটাস কমিটি মোহনবাগানকে চিঠি দিয়ে প্রাক্তন ফুটবলার এবং কোচের বকেয়া মিটিয়ে দিতে বললেও ক্লাবের তরফে তা করা হয়নি। এরপরই ফেডারেশনে বিষয়টি পাঠায় প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সেখানেই মোহনবাগানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এশিয়া একাদশ vs বিশ্ব একাদশ : জানুন কবে, কখন ম্যাচ

মোহনবাগানকে তিন লক্ষ টাকার জরিমানা করা হয়েছে ফেডারেশনের তরফে। জরিমানার পাশাপাশি এই বকেয়া মেটানোর জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে ক্লাবকে। এই সময়ের মধ্যে টাকা না মেটালে তাদের দুই সিজন ট্রান্সফার ব্যান হবে বলেও জানানো হয়েছে। এখনও ক্লাবের তরফে কোনো মন্তব্য করা হয়নি এই বিষয়ে। এখন দেখার ক্লাব কি করে।

About Author