Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাধ্যমিক পরিক্ষার্থীদের অভিযোগ শুনবে কোলকাতা পুলিশ, চালু হল হোয়াটসঅ্যাপ নাম্বার

শুরু হতে চলেছে ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তবে পরীক্ষার আগে প্রস্তুতির সময় অনেক সমস্যার সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা। সেই সমস্যা কিছুটা দূর করার দায়িত্ব নিল পুলিশ। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু…

Avatar

শুরু হতে চলেছে ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তবে পরীক্ষার আগে প্রস্তুতির সময় অনেক সমস্যার সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা। সেই সমস্যা কিছুটা দূর করার দায়িত্ব নিল পুলিশ। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৮ তারিখ মঙ্গলবার।যদিও পরীক্ষার সময় কোন মাইক বা জলসার অনুমতি দেওয়া হয়না তবুও প্রতিবছরই শোনা যায় মাইকের জোরালো আওয়াজ।তখন লালবাজার কন্ট্রোল রুমে ১০০ ডায়াল করে ফোন করা যায়।  তবে এবার থেকে শুধু ফোন নয়, ১০০ নম্বর ছাড়াও চালু থাকছে হোয়াটসঅ্যাপও করার মতো কয়েকটি নম্বর।

জরুরি ভিত্তিতে অভিযোগ জানানোর জন্য চালু করা নাম্বারগুলি হল— ৯৪৩২৬১০৪৪৩, ৯৪৩২৬১০৪৪৬, ৯৮৭৪৯০৩৪৬৫, ৯৪৩২৬২৪৩৬৫। যদিও বিভিন্ন সময় লালবাজারে ফোন করা গেছে তবে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা অনেক কার্যকরী হবে বলে মনে করছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘যতই বিক্ষোভ চলুক, দেশে CAA হবেই, স্পষ্ট কেন্দ্র সরকার

শনিবার দিন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ট্যুইট করে অভিযোগ জানানোর কথা ছাড়াও এবছরের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। কমিশনারের এরূপ বার্তায় অনেকেই মনে করছেন এবার অভিযোগ জানানো অনেক সহজ হবে। অনেক সময় ফোনের সংখ্যা এতো বেশি হয়ে যায় যে লাইন ব্যস্ত পাওয়া যায়। এবার সেই সমস্যাগুলি হবে না বলেই মনে করছেন তারা।

About Author