তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও ভূমিকা নেই, কাশ্মীরের মন্তব্য নিয়ে রাষ্ট্রপুঞ্জকে হুঁশিয়ারি ভারতের
দিন দুয়েক আগেই কাশ্মীর প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রাচেপ তায়েপ এরদোগানের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া করার পর এবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মন্তব্যের প্রতিবাদ করল ভারত। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তান সফরে গিয়ে ভারতের উদ্দেশ্যে বলেন, দুই দেশ মধ্যস্থতা চাইলে তিনি রাজি রয়েছেন। তবে ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আগামী দিনেও থাকবে। কোনো তৃতীয় শক্তির কাশ্মীর নিয়ে মধ্যস্থতার দরকার নেই।
কয়েকদিন আগে পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তুরস্ক প্রেসিডেন্ট রাচেপ তায়েপ এরদোগান। সেই মন্তব্যেরও যোগ্য জবাব দিয়েছিল ভারত। কাশ্মীর প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন তিনি আশাবাদী গুতেরেস আলোকপাত করবেন পাকিস্তানের ভারতে সন্ত্রাসী কার্যকলাপের মদত দানের ব্যাপারটতে। পাশাপাশি তিনি বলেন- ভারতের অবস্থানের কোনো বদল হয়নি। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
পাকিস্তানের জোর করে অবৈধভাবে অংশ দখলের বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। কাশ্মীর নিয়ে অন্য কোনো বিষয় যদি থাকে তা হলে তা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করা হবে। তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই।