চাঁদ, মঙ্গলে যাওয়া হয়ে গিয়েছে। সূর্যের কাছে যাওয়াও হয়ে গিয়েছে। গত ৯ই ফেব্রুয়ারি সূর্যের কাছে যাওয়ার মহাকাশযান সোলার অরবিটার থেকে সিগন্যাল পেয়েছে নাসা। এরই মধ্যে এবার শুক্র, বৃহস্পতি, নেপচুনে যেতে চান নাসার বিজ্ঞানীরা।
সূর্যকে কাছ থেকে দেখতে ইউরোপীয় স্পেস এজেন্সির সাথে পরিকল্পনা করে সোলার অরবিটার কে পাঠানোও হয়ে গিয়েছে। এরই মধ্যেই নাসা জানিয়েছে, তারা সৌরজগতের আরও গ্রহদের কাছে যেতে চায়। সৌরজগতের সব গ্রহকে জানতে চায় তারা। তাই সূর্যের মিশন পুরো হলেই শুক্রের মিশনে যেতে চায় নাসা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ৩১ শে মার্চের মধ্যে আধার সাথে প্যান কার্ড যুক্ত না হলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড : আয়কর বিভাগ
ইতিমধ্যেই শুক্রের জন্যে দুটি মিশনের কাজ চলছে বলে জানা গেছে নাসার তরফে। শুক্রের মিশনের পর নাসার পরবর্তী পদক্ষেপ বৃহস্পতি এবং নেপচুন। জানা যাচ্ছে, বৃহস্পতি ও নেপচুনের উপগ্রহে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে নাসা।