Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফিল্মফেয়ার নিয়ে বিতর্ক তুঙ্গে, পুরষ্কার বিজেতাদের নিয়ে খুশি নন নেটিজেনরা

কৌশিক পোল্ল্যে: এবারের 65 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এরকম বিতর্কের সৃষ্টি করবে তা কে জানত। যদিও ফিল্মফেয়ার কমিটির সিদ্ধান্তে খুশি নন আজকের নেটিজেনরা। এখানে পুরষ্কারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে এমনটাই…

Avatar

কৌশিক পোল্ল্যে: এবারের 65 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এরকম বিতর্কের সৃষ্টি করবে তা কে জানত। যদিও ফিল্মফেয়ার কমিটির সিদ্ধান্তে খুশি নন আজকের নেটিজেনরা। এখানে পুরষ্কারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে এমনটাই দাবী তাদের। এবারের ফিল্মফেয়ারে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে জোয়া আখতারের ‘গাল্লিবয়’ ছবিটি। এ নিয়ে মতভেদ দেখিয়েছেন অনেকেই। অনুষ্ঠান শেষের পর সকলেরই নিজেদের ক্ষোভ উগড়ে দেন সোশাল মিডিয়ায়।

তাদের বক্তব্য গতবছরের বহু ভালো ও চর্চিত সিনেমাগুলিকে একঘরে করা হয়েছে, সুপার 30, কবীর সিং, আর্টিকেল 15, ছিঁছোড়ে এই ছবিগুলি অন্যতম সেরা হবার সত্ত্বেও সবদিক থেকে এগুলিকে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং ‘গাল্লিবয়’এ আলিয়ার অভিনয় নিয়ে বহু আগেই রঙ্গোলি চান্দেল বলেছিলেন তিনি মোটামুটি অভিনয় করেছেন, তবুও সেই জায়গা সেরা অভিনেত্রীর তকমা পাওয়ায় হতভম্ব সকলেই, ফিল্মফেয়ারকে পেইড শো বলেও দাবী করেছেন অনেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : হট পোশাকে ফিল্মফেয়ারের মঞ্চে অনন্যা পান্ডে, দেখুন ভিডিও

অন্যদিকে এদিন কঙ্গনা রানাওয়াতের নেপোটিজমের পক্ষে প্রমানও ধরা পড়ল। সাঈ মঞ্জরেকর ও অনন্যা পান্ডেদের মতো অভিনেত্রীদের হাতে ফিল্মফেয়ার আসায় বিতর্ক এখন তুঙ্গে। সেরা ফিল্মের লড়াইয়েও হেরে যায় সুপার 30 কিংবা আর্টিকেল 15 এর মতো ছবি। এই ফলাফল নিয়ে মোটামুটি নিশ্চিত ছিলেন রঙ্গোলি চান্দেলও। এবার ট্যুইটারে তিনি কোন নতুন বোমা ফাটাবেন তা নিয়ে আগে থেকেই কিছু বলা যায় না। যদিও ফিল্মফেয়ার নিয়ে খুশি নন অনেকেই।

উল্লেখ্য, এর আগের একই ঘটনা ঘটেছিল যখন কুইন এর জন্য কঙ্গনা সেরা অভিনেত্রী হননি বরং সেই পুরষ্কার গিয়েছিল ‘হ্যাপি নিউ ইয়ার’এর জন্য দীপিকার হাতে, এবং সেখান থেকেই শুরু হয় উভয়ের ঠান্ডা লড়াই। এরপর হয় দীপিকা নয় আলিয়া এই পুরষ্কার বারংবার জিতে এসেছেন। পরের বছরও আলিয়া দীপিকা বাদে অন্য কোনো অভিনেত্রীর হাতে ফিল্মফেয়ার উঠবে কিনা সেটাই এখন লক্ষনীয় বিষয়।

About Author