বেড়েই চলেছে মৃত্যু মিছিল, করোনা ভাইরাসে মৃত্যু ছাড়ালো ১৮০০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ক্রমাগত। এখনো পর্যন্ত ১৮৬৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীন। সোমবারই নতুন করে ৯৮ জনের মৃত্যু হয়। এদিকে নতুন করে ১৮৮৬ জনের শরীরে এই মারণ ভাইরাস পাওয়া গেছে, ফলে মোট আক্রান্ত ৭২,০০০ ছাড়ালো। কিভাবে এই মারণ ভাইরাস থেকে মুক্তি মিলবে চীন জুড়ে এখন শুধু সেটাই একমাত্র চিন্তা। তবে এতকিছুর মধ্যে একটাই ভালো খবর, প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যা কমছে।
চীনের স্বাস্থ্য দপ্তর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কে রিপোর্ট দেওয়া হয়েছে। WHO বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা যাচ্ছে। চীনের এক অংশের মানুষের মতে চীনের বর্তমান রাষ্ট্রপতি শি জিনপিং আগে থেকেই জানতেন চীনে এই মারণ ভাইরাস আক্রমণ করতে চলেছে, কিন্তু তিনি কোনো ব্যবস্থাই নেননি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসই এই মুহুর্তে শি জিনপিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন : ১ লা এপ্রিল থেকে শুরু জাতীয় নাগরিক পঞ্জিকরণ প্রক্রিয়া, প্রথম নামভুক্ত করবেন দেশের রাষ্ট্রপতি
এদিকে এখনো পর্যন্ত বেশিরভাগ বিমান সংস্থা চীনের সাথে বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রেখেছে। মার্চের শেষ পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে বিমান সংস্থা গুলির তরফে। জাপানের ইয়োকোহমা বন্দরে দাঁড়ানো জাহাজ ডায়মন্ড প্রিন্স-এ দুজন ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। ইতিমধ্যেই ওই জাহাজে আটকে থাকা মার্কিনিদের আমেরিকা দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে।