আগামী ১লা এপ্রিল থেকে ভারতে সবচেয়ে পরিষ্কার পেট্রোল ও ডিজেল পাওয়া যাবে। এমনটাই জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে। আগামী ১লা এপ্রিল থেকে ইউরো-IV স্টেজের পেট্রোল, ডিজেলের বদলে ইউরো-VI স্টেজের পেট্রোল, ডিজেল পাওয়া যাবে ভারতে। ভারত প্রথম কোনো দেশ যারা মাত্র তিন বছরের মধ্যে ইউরো-IV স্টেজের জ্বালানি থেকে ইউরো-VI স্টেজের জ্বালানি সরবরাহ করবে। এই ব্যবস্থার মাধ্যমে ভারত বিশ্বের নির্বাচিত দেশগুলির তালিকায় যোগ দিচ্ছে, যেখানে সবচেয়ে পরিষ্কার পেট্রোল-ডিজেল পাওয়া যায়।
এই পরিচ্ছন্ন পেট্রোল এবং ডিজেলের ব্যবহার যানবাহন থেকে হওয়া দূষণকে অনেকাংশে রোধ করবে। ইন্ডিয়ান ওয়েলের সভাপতি সঞ্জীব সিংহ বলেছেন, ‘২০১৯ এর শেষদিকে প্রায় সমস্ত তেল শোধনাগারের ইউরো-VI অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের উৎপাদন শুরু হয়েছিল। ১লা এপ্রিল থেকে পেট্রোলিয়াম সংস্থাগুলি দেশের সমস্ত জায়গায় পেট্রোল এবং ডিজেল ইউরো-VI স্ট্যান্ডার্ডে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন : তৃতীয়বার দিল্লির মসনদে বসার পর অমিত শাহের সঙ্গে বৈঠক কেজরিওয়ালের
এই নতুন জ্বালানির বিশেষত্ব হল এই পেট্রোল-ডিজেলে সালফার কেবল ১০ পিপিএম থাকে। ইউরো-VI স্ট্যান্ডার্ডযুক্ত জ্বালানী সিএনজি হিসাবে পরিষ্কার হিসাবে বিবেচিত হয়। এই স্ট্যান্ডার্ড জ্বালানী যানবাহনের নাইট্রোজেন অক্সাইড নির্গমনকে পেট্রোল গাড়িতে ২৫ শতাংশ এবং ডিজেল গাড়িতে ৭০ শতাংশ হ্রাস করবে। ফলে বায়ুদূষণ অনেকটাই কমবে।