অফবিটআন্তর্জাতিকভাইরাল & ভিডিও

করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রী, সঙ্গী একমাত্র তার বৃদ্ধস্বামী, ভাইরাল সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : করোনা ভাইরাসে আক্রান্ত চীন। চীনের সাথে সাথে গোটা বিশ্ব এখন এই একটা কারণেই চিন্তিত আতঙ্কগ্রস্থ। ইতিমধ্যে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। কারো সন্তান বা কারো স্বামী, কখনও বা কারো স্ত্রী। চারিদিকে শুধু মৃত্যু মিছিল, হাহাকার করছে সমগ্র চীন। কাজকর্ম বন্ধ করে সবাই একপ্রকার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন।

তবে চীনের একটি অনবদ্য অপূর্ব প্রাণের ছবির সাক্ষী রইল সারা বিশ্ব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী স্ত্রী, কেউ যেতে পারছে না কারন একটাই, মৃত্যুভয়, যেটা প্রত্যেকেরই আছে। সবারই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ার তীব্র আশঙ্কা। এমন দুরবস্থায় সেই স্ত্রীর বৃদ্ধ স্বামী কিন্তু তার এই করোনা ভাইরাসে আক্রান্ত স্ত্রীকে ছেড়ে যেতে পারেনি, চিরদিনের সঙ্গী কে তিনি হাসপাতালে শুয়ে থাকাকালীন সেবা সুশ্রূষার সময় তার মুখে খাবার ও জল তুলে দিচ্ছেন, এই নিজের জীবনকে তুচ্ছ করে মৃত‍্যুপথযাত্রী স্ত্রীকে আন্তরিকতার সাথে সেবাসুশ্রূষার ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল না হয়ে থাকতে পারে?

হয়েছেও তাই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই এখন প্রত্যেকেই প্রার্থনা করছেন এই বৃদ্ধ মানুষটির স্ত্রী, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। টুইট টি তিন হাজারেরও বেশি লাইক পেয়েছে, ৭০০-র বেশি এটিকে রিটুইট করা হয়। গত ১২ ই ফেব্রুয়ারি এই ভিডিওটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে। যা দেখে আবেগি মন বিগলিত হয়ে পড়েছেন নেটিজেনরা।

Related Articles

Back to top button