দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সংবর্ধনা দেওয়ার পর বঙ্গ বিজেপি কলকাতা পুরভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংবর্ধনা দিতে চলেছে। আগামী পয়লা মার্চ অমিত শাহের মিটিং শহিদ মিনার ময়দানে। ভোট প্রচার তো আছেই তাছাড়া বৈঠকও করবেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, পুরভোটের রণনীতি বিষয় আলোচ্য থাকবে ওই বৈঠকে।সাংগঠনিক শক্তিবৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হবে।
পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের জন্য তাঁকে সংবর্ধনা দিতে চায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল তাই কলকাতার শহিদ মিনার ময়দানে তাঁকে দিয়ে জনসভা করানোর অনুমতি চাওয়া হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।বৃহস্পতিবার সেই আবেদনে ইতিবাচক সাড়া দিয়ে আগামী পয়লা মার্চ অমিত শাহের মিটিং শহিদ মিনার ময়দানে করার অনুমতি দিয়েছে ফোর্ট উইলিয়াম।
আরও পড়ুন : বিনয়ের মানসিক স্বাস্থ্যের দোহাই, ফের ফাঁসি পেছোনোর পরিকল্পনা
এর আগে বঙ্গ বিজেপি যখন জে পি নাড্ডাকে সংবর্ধনা দিয়েছিল সেই মিছিলে শহরের রাজপথে জনতার ঢল নেমেছিল, এবার অমিত শাহকে আনা কার্যত বিজেপির রণরীতি বলেই মনে করছে অনেকে। তবে পরীক্ষার মরশুমে প্রকাশ্যে জনসভা করা নিয়ে প্রশ্ন উঠলে বিজেপি দাবি করে শহিদ মিনার ময়দান আবাসিক বা জনবসতি সম্পন্ন এলাকা নয়, তাই সেখানে জনসভা করাই যেতে পারে।