২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর শিক্ষক হওয়ার স্বপ্ন চোখে প্রশিক্ষণ নেওয়া শিক্ষিত যুবক যুবতীরা অপেক্ষা করছেন। নতুন সরকারের ৯ বছর হয়ে গেলেও একবার শিক্ষক নিয়োগ হলেও, উচ্চ প্রাথমিকে আইনি জটিলতার কারণে এখনও তা সম্পূর্ণ হয়নি। এরই মাঝে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের জন্য খুশির খবর নিয়ে এল রাজ্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা মতো শিক্ষক নিয়োগে পরিবর্তন আনতে চলেছে এসএসসি।
বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়ে দিয়েছে, আগামী শিক্ষক নিয়োগে একাদশ – দ্বাদশ, নবম – দশম ও উচ্চ প্রাথমিক স্তরে একটিই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা পত্রে নির্দিষ্ট বিষয়ের সঙ্গে মাতৃভাষা ও ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। আগামী নিয়োগে কোনও ইন্টারভিউ দিতে হবে না পরীক্ষার্থীকে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরাসরি চাকরিতে যোগ দিতে পারবেন চাকরিপ্রার্থী যুবক যুবতীরা। তবে সব ক্ষেত্রেই শিক্ষকতার প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন : ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর
গতবার, একাদশ-দ্বাদশ, নবম-দশম ও উচ্চ প্রাথমিকে পৃথক পৃথক পরীক্ষা দিতে চাকরিপ্রার্থীদের। একাদশ – দ্বাদশ ও নবম – দশমে নিয়োগ সম্পূর্ণ হলেও উচ্চ প্রাথমিকে নিয়োগ আটকে যায় আইনি জটে। সেখান থেকে শিক্ষা নিয়েই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এমন দাওয়ায় দেন শিক্ষামন্ত্রী।