Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন গ্যাস কানেকশনের সাথে ৫০ লক্ষ টাকার জীবন বিমা

গৃহস্থ বাড়িতে রান্না মানেই গ্যাস। সহজ ও সুবিধাজনকও বটে। কিন্তু জানেন কি এই গ্যাসের কানেকশন করা কালীন গ্রাহক একটি বিমা পায়। এটি সমস্ত ক্রেতাদের জন্য প্রযোজ্য। কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনা…

Avatar

গৃহস্থ বাড়িতে রান্না মানেই গ্যাস। সহজ ও সুবিধাজনকও বটে। কিন্তু জানেন কি এই গ্যাসের কানেকশন করা কালীন গ্রাহক একটি বিমা পায়। এটি সমস্ত ক্রেতাদের জন্য প্রযোজ্য। কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনা যেমন উজ্জ্বলা যোজনা সহ একাধিক সুবিধাতে দরিদ্র মানুষজনও গ্যাস পান। কিন্তু সেই গ্যাস ব্যবহার করলেও কিছু সুবিধার কথা জানেন না ক্রেতারা। এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য ৫০ লক্ষ টাকা জীবন বিমা থাকে। সেটি ক্রেতা গ্যাসের কানেকশন করার সময়ই করতে পারেন এই বিমা। কিন্তু এই বিমা সম্বন্ধে গ্যাসের কোম্পানি বা গ্যাস ডিলারও ক্রেতাকে কিছুই জানায় না। সর্বোপরি এই বিষয়টি ক্রেতাদের কাছে অজানাই থেকে যায়।

গ্যাস কোম্পানিগুলির বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিলিন্ডারের কারণে যে কোনও ধরনের প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষতি হলে তা বিশাল এই অংকের বিমার জন্যে আবেদন করা যাবে। কিন্তু অনেক ক্ষেত্রেই বড়সড় দুর্ঘটনার পরেই এই বিষয়ে গ্রাহকদের কাছে কোনও তথ্য না থাকায় এই বিমার জন্যে কোনও আবেদন করা হয় না। কোনও বিপদ ঘটলে, স্থানীয় গ্যাসের ডিলার প্রথমে সংশ্লিষ্ট গ্যাস এবং ওয়েল সংস্থাকে সেই ঘটনার ব্যাপারে বিস্তারিত জানায়। পাশাপাশি বিমা সংস্থাকেও তা জানানো হয়। বিশাল এই অংকের ক্লেম পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন রয়েছে তা পাওয়ার জন্যে স্থানীয় গ্যাসের ডিলারই সমস্ত রকম সাহায্য করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : শিক্ষক নিয়োগে বড়সড় পরিবর্তন আনতে চলেছে SSC

যেসব ফর্ম বিমার জন্য পূরণ করতে হবে সেজন্যে ডিলারই সবরকম সাহায্য করে। ইন্ডেন এবং এইচপি গ্যাসের সমস্ত নথিভুক্ত গ্রাহক স্থানীয় অফিসিয়াল গ্যাসের দোকান থেকে নতুন গ্যাসের কানেকশন নিলেই এই বিমার সুবিধা পাওয়া যায়। এইভাবেই মেলে ইনসুরেন্স ক্লেম। ক্লেম পাওয়ার পরই পুলিশের কাছে এফআইআর করতে হবে এবং সেই কপিও রাখতে হবে। এরপর পোস্টমর্টেম সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে সেই গ্যাস অফিসে। তারফলে মিলতে পারে ৫০ লক্ষ টাকা পর্যন্ত এই বিমা। তবে অনেকসময় গ্রাহকেরা ISI ছাপ দেখে গ্যাস সিলিন্ডার নেননা যারফলে কোনো ক্ষতি হলে তারা বিমার মত সুবিধা থেকে বঞ্চিত হন।

About Author