দেশনিউজ

গুপ্তধনের সন্ধান পেয়ে চাঞ্চল্য যোগী রাজ্যে

Advertisement

উত্তরপ্রদেশ সরকার এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে সোনভদ্র এলাকায়। ২০০৫ সাল থেকেই ক্রমাগত সোনভদ্র এলাকায় সোনা খোঁজার কাজ করে যাচ্ছে জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। দীর্ঘদিন গবেষণা এবং অনুসন্ধানের পর ২০১২ সালে ওই এলাকায় সোনার উপস্থিতি প্রমাণ হওয়ার পর জিএসআই টিমের তরফে জানানো হয়েছিল, সোনভদ্রের পাহাড়েই কয়েক হাজার টন সোনার ভাণ্ডার রয়েছে। অবশেষে সেই গুপ্তধনের সন্ধান মিলল।

গোটা দেশের সংরক্ষিত সোনার তুলনায় পাঁচ গুন বেশি সোনার সন্ধান মিলেছে সোনভদ্র জেলায়। গোটা দেশের কাছে এই মুহূর্তে ৬২৬ টনের কাছাকাছি সোনা রয়েছে। আর সোনভদ্র জেলার সোনাপাহাড়ি এবং হারদি মাঠ এলাকায় রয়েছে ৩৩৫০ টন সোনা। অর্থাৎ ৩৩৫০০ কিলো সোনা। যার মধ্যে সোনাপাহাড়ি এলাকা থেকে ২৭০০ টন সোনা উদ্ধার করা হয়েছে, এবং হারদি মাঠ এলাকা থেকে ৬৫০ টন সোনা আছে বলে অনুমান  জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে।

আরও পড়ুন : ‘সংবিধানকে রক্ষা করুন’ মঞ্চ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে বেঙ্গালুরুতে গ্রেপ্তার এক তরুণী

রাজ্যের সোনভদ্র জেলার বেশ কিছু এলাকায় বিগত কয়েক দিন ধরেই খননকার্য চালানো হচ্ছিল বলে জানা গেছে, প্রশাসনিক সূত্রের দাবি, সোনভদ্রের দুটি জায়গায় খননকার্যের পর মাটির তলা উদ্ধার হয় টন টন সোনার তাল। স্বর্ণখনির উপস্থিতি খোঁজ পাওয়ার পর ‘ইউরেনিয়ামের ভাণ্ডারের খোঁজ শুরু হবে ওই এলাকায়।  স্বর্ণখনির উপস্থিতির খোঁজ পাওয়ার পর সোনার খনি দু’টি মাইনিংয়ের জন্য লিজে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। আগামী কালই সমগ্র এলাকা পরিদর্শন করে খনিজ সম্পদ দফতরকে রিপোর্ট দেবে এই কমিটি। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোনভদ্র জেলার খনি আধিকারিক।

Related Articles

Back to top button