সম্প্রতি স্বচ্ছতা অ্যাওয়ার্ড ২০১৯ প্রকাশ করলো অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। যেই লিস্টে দেখা যাচ্ছে স্বচ্ছ ও নিরাপদ বিমানবন্দর হিসেবে শীর্ষে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সারা দেশের মোট ১৩টি বিমানবন্দরের মধ্যে আটটির পরিচালনা করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। যেগুলি হল কলকাতা, চেন্নাই, জয়পুর, আহমেদাবাদ, পুনে, গোয়া, গুয়াহাটি এবং লখনউ। এছাড়া দিল্লী, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং কোচিন বেসরকারি বিমানবন্দরের আওতায় পড়ে।
এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়ার পরিচালিত বিমানবন্দরগুলির মধ্যে স্বচ্ছতায় চেন্নাই এবং জয়পুরকে পেছনে ফেলে সেরার শিরোপা পেয়েছে দমদম বিমানবন্দর। যেই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই এবং জয়পুর বিমানবন্দর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ফাঁসির দিন চূড়ান্ত, মৃত্যুর আগে পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেল নির্ভয়া কান্ডের ২ মূল অভিযুক্ত
টার্মিনাল ও শৌচালয়ের পরিচ্ছন্নতার জন্য এই শিরোপা জিতেছে কলকাতা। আর আগে শৌচালয়ের অবস্থা নিয়ে যাত্রীদের তরফ থেকে অনেক অভিযোগ ছিল।তবে গত বছরের মাঝামাঝি এই পরিস্থিতি পাল্টাতে থাকে। একাধিক নতুন পদক্ষেপ নিয়েই তারা এই সাফল্য পেয়েছেন বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।