ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, বিভিন্ন জেলায় জারি হল হলুদ সতর্কতা
বসন্ত সঙ্গে সঙ্গেই প্রবেশ করতে চলেছে ঝড় ঝঞ্ঝা। ঘূর্ণাবর্তের প্রভাবে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে টানা তিন দিন থাকবে এই বৃষ্টির রেশ। আগামী ২৪ তারিখ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ড ও বিহারের সীমান্তবর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে থাকবে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। বৃষ্টি ও ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি আটকাতে রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন।
আরও পড়ুন : মৃত্যু বেড়ে ২৩৪৫, মৃত্যু ঠেকাতে নতুন পদ্ধতির আশ্রয় চীন সরকারের
বুধবারের পর থেকে বৃষ্টির প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই ঝড় ও বৃষ্টির ফলে উষ্ণতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। শীতের শেষে হঠাৎ করে উষ্ণতার পারদ অস্বাভাবিক ভাবে বেড়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল, তা থেকে রেহাই মিলতে পারে বলে মনে করছেন আবহবিদরা।