দেশনিউজ

পাঁচ দিনে ১৫০০ টাকা বেড়ে রেকর্ড দাম হল সোনার

Advertisement

আবার দাম বাড়লো সোনার। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। বিগত পাঁচ দিনে ১৫০০ টাকার বেশি বেড়েছে সোনার দাম। এদিন কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৪৩৩ টাকা বেড়ে হয়েছে, ৪২,৫০৯ টাকা। যা সর্বকালীন রেকর্ড। এত দাম আগে কখনও বাড়েনি সোনার। শুধু সোনা নয়, সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। আজ প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৪৯,২০০ টাকা।

করোনা ভাইরাসের আতঙ্কের জেরে বিশ্ব জুড়ে প্রতিদিনই বাড়ছে সোনার দাম। গতকাল বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১৬০২ ডলার। আর বিশ্ব বাজারে এতটা দাম বাড়ার প্রভাব সরাসরি পড়ে ভারতীয় বাজারে। ফলে ভারতীয় বাজারে এতদিনের সর্বাধিক দামকেও ছাড়িয়ে যায় আজকের দাম।

আরও পড়ুন : ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, বিভিন্ন জেলায় জারি হল হলুদ সতর্কতা

এছাড়া ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়াও সোনার দাম বাড়ার আর একটা কারণ। তবে সোনার দাম খুব বেশিদিন এত বেশি থাকবে না বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে করোনা ভাইরাসের আতঙ্ক কমলেই আবার সোনার দাম ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে যাদের সামনে বিয়ের জন্য গয়না করতে হবে টানা দাম বাড়ার ফলে তারা যে প্রভূত সমস্যার মধ্যে পড়বে সেকথা বলাই চলে।

Related Articles

Back to top button