পৃথিবীর মতো মঙ্গলেও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা সে নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সেখানে গিয়ে মানুষ থাকার মতো পরিবেশ পাবে কিনা সে নিয়েও জল্পনা তুঙ্গে। এরই মাঝে সৌরজগতের অন্য একটি গ্রহকে নিয়ে চমকে দেওয়ার মতো খবর শোনালো আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের পাঠানো মহাকাশ যান ‘জুনো’র প্রেরিত খবরের উপর ভিত্তি করে নাসার দাবি জলের অস্তিত্ব রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতেও।
মহাকাশ গবেষণা সংস্থা নাসা সৌরজগতের বিভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজতে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে। সেই উদ্দেশ্যেই মহাকাশ যান ‘জুনো’কে বৃহস্পতিতে পাঠিয়েছিল তারা। সেই ‘জুনো’ পৃথিবীর মানুষের জন্য একটা দারুণ খবর বয়ে আনলো। জুনোর পাঠানো খবরের ভিত্তিতে নাসার বিজ্ঞানী স্কট বোল্টনের দাবি, ‘বৃহস্পতিতে জলের অস্তিত্ব আমাদের চমকে দিয়েছে। বৃহস্পতির বায়ুমন্ডলের স্তরে স্তরে যে জল পাওয়া যেতে পারে তা আমরা ভাবতেও পারিনি।’
আরও পড়ুন : বড়সড় ঘোষণা কেন্দ্রের, স্বস্তি পেল ভোডাফোন-আইডিয়া
শুধু তাই নয়, বৃহস্পতির বায়ুমন্ডলে মেঘের সঞ্চার দেখা যায় বলে দাবি নাসার এই গবেষকের। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথাও শোনান তিনি। বিভিন্ন গ্যাসীয় উপাদানে পূর্ণ বৃহস্পতিতে মূলত হাইড্রোজেন ও অক্সিজেনের সংমিশ্রণে জলের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। একমাত্র অনুকূল পরিস্থিতিতেই এই দুই গ্যাসের সংমিশ্রণে জলের সৃষ্টি হতে পারে বলে দাবি নাসার।