Today Trending Newsদেশনিউজ

ভারতে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট, আহমেদাবাদে বরণ করা হবে ট্রাম্পকে

Advertisement

সোমবার বেলা বারোটা নাগাদ আহমেদাবাদের বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ট্রাম্পের বিমান বন্দর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই তাকে স্বাগত জানাবেন। তারপর আহমেদাবাদের একটি রোড শোয়ে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। সাধারন জনতা এই রোড শোয়ে ট্রাম্পকে স্বাগত জানাবেন। সেখান থেকে ট্রাম্পকে নিয়ে যাওয়া হবে সবরমতি আশ্রমে। এরপর ট্রাম্প বক্তব্য রাখবেন সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে। ট্রাম্প যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার দুই ধারে বস্তিগুলিতে পাঁচিল দেওয়া হয়েছে। সাথে পাঁচিলগুলি রঙ করাও হয়েছে।

এরপর বিকেল সাড়ে তিনটে নাগাদ ট্রাম্প আগ্রা দর্শনে যাবেন। সঙ্গে থাকবেন মেলানিয়ার। তাজের পাশে যমুনার নোংরা ও দুর্গন্ধময় জল পরিস্কার করতে প্রায় ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তাজ দর্শন করে বিকেল বেলাতে দিল্লি ফিরে যাবেন ট্রাম্প। মঙ্গলবার সকাল দশটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি ট্রাম্পকে স্বাগত জানাবেন। এরপর সেইদিনই দেশের শিল্পপতি ও সিইওদের সাথে বৈঠক করবেন ট্রাম্প। সন্ধ্যেবেলা রাষ্ট্রপতি ভবনে ডিনারে যোগ দেবেন আর তারপর রাত দশটা নাগাদ রওনা দেবেন মার্কিন মুলুকের উদ্দেশ্যে।

আরও পড়ুন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের খুঁটিনাটি

ট্রাম্প রবিবার হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার খুব ভালো বন্ধু। ভারতের বহু মানুষের সাথে দেখা হবে তাই তিনি খুব উচ্ছসিত। গুজরাটের মুখ্যমন্ত্রী রুপানি জানিয়েছেন যে আহমেদাবাদের সাধারন মানুষ ওই ইভেন্ট ছাড়া আর অন্য কিছু ভাবছে না। ট্রাম্পের আগমনের জন্য অমিত শাহ ইতিমধ্যেই আহমেদাবাদে এসে গেছেন। ট্রাম্পের এই আগমনের জন্য মোদী সরকার যে অনেক অর্থ খরচ করছেন তা বোঝাই যাচ্ছে।

Related Articles

Back to top button