Today Trending Newsদেশনিউজ

ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন মোদীর, ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট

Advertisement

এদিন ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেন,“আপনার ভারতে আসার এই সফর আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বকে আরও জোরদার করবে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরএকটি রোড শো-এর আয়োজন করা হয়েছে। রোড শো-এর আগে প্রথমে সাবারমতি রিভারফ্রন্টের মহাত্মা গান্ধীর আশ্রমে এবং পরে মোতেরা স্টেডিয়ামে আগত একটি রেড কার্পেটের স্বাগত জানাতে এবং আহমেদাবাদে পৌঁছোন।

স্টেডিয়ামটি ১.১ লাখের সিট রয়েছে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত ট্রাম্পের সাথে ছিলেন মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভানকা এবং জামাতা জ্যারেড কুশনার। সেখানে উপস্থিত কয়েক হাজার মানুষ, যাদের মধ্যে অনেকে “নমস্তে ট্রাম্প” বা ট্রাম্পের কার্ডবোর্ডের মুখোশগুলির টুপি পরেছিলেন। এরপর তারা মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিশাল স্টেডিয়ামের পথে যাত্রা শুরু করেন।

আরও পড়ুন : ‘ভারতে পৌঁছতে আগ্রহী’ এয়ার ফোর্স ওয়ান থেকে হিন্দিতে ট্যুইট ডোনাল্ড ট্রাম্পের

এরপর তারা সবরমতী আশ্রমে যাচ্ছেন, যেখানে গান্ধীজি ১৯১৭-১৯৩০ সাল পর্যন্ত বসবাস করেছেন।এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সমাবেশের পর মার্কিন প্রেসিডেন্ট আগ্রার উদ্দেশ্য যাত্রা করবেন। সূর্যাস্তের আগের কিছুটা সময় তারা তাজমহলে সময় অতিবাহিত করবেন। তারপর তারা দিল্লির পথে এগোবেন এবং আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতে তার দুই দিনের সফরে দুই দেশের (ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র) মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর আশা রয়েছে, যদিও তার মধ্যে বাণিজ্য চুক্তির একটি বড় ঘোষণা করার কথা রয়েছে।

Related Articles

Back to top button