Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড় পর্দায় সৌরভের বায়োপিক, প্রযোজক করণ জোহর

দাদার বায়োপিক কি তাহলে হচ্ছে? এদিন পরিচালক, প্রযোজক করণ জোহরের সাথে মুম্বাইয়ে দাদার বৈঠকের পর থেকে জল্পনা বিভিন্ন মহলে। আজ দুপুরে আসন্ন আইপিএল নিয়ে বিশেষ আলোচনার জন্য মুম্বাইয়ে বিসিসিআই এর…

Avatar

দাদার বায়োপিক কি তাহলে হচ্ছে? এদিন পরিচালক, প্রযোজক করণ জোহরের সাথে মুম্বাইয়ে দাদার বৈঠকের পর থেকে জল্পনা বিভিন্ন মহলে। আজ দুপুরে আসন্ন আইপিএল নিয়ে বিশেষ আলোচনার জন্য মুম্বাইয়ে বিসিসিআই এর অফিসে যান সৌরভ গাঙ্গুলি। সেখানেই কিছু সময় পর করণ জোহর আসেন তার সাথে কথা বলতে। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে এই বায়োপিকে নাকি দাদার নিজেরও কোনো আপত্তি নেই। তাই জন্যই এদিন মুম্বাইয়ে আসার সাথে সাথেই করণ জোহরের সাথে তার বৈঠক হয়। জানা যাচ্ছে, দাদার থেকে সবুজ সংকেত পেয়ে এবার লিড কাস্টিং এর খোঁজ শুরু করবেন করণ জোহর। তবে এ বিষয়ে করণ জোহর বা দাদা, কারও তরফেই কিছু নিশ্চিত করে বলা হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : শততম টেস্ট জয় নিউজিল্যান্ডের, ভারতকে ১০ উইকেটে হারাল কিউইরা

জানা যাচ্ছে দাদার বায়োপিকে সমগ্র কেরিয়ার, আন্তর্জাতিক সাফল্য, দল থেকে ছিটকে যাওয়া, আবার দলে কামব্যাক করা সবই থাকছে। সৌরভ গাঙ্গুলির ঘনিষ্ঠরা জানাচ্ছেন প্রায় দুই বছর থেকেই তার বায়োপিক বানানোর পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এখনো সব কিছু ফাইনাল হয়নি। তবে এই বিষয়ে করণ জোহর এবং দাদা দুজনের কেউই মুখ খোলেননি।

About Author