ধূমপানের বিধিনিষেধ নিয়ে নতুন আইন আনছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
ধুমপানের বিধিনিষেধ নিয়ে নতুন আইন আনতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার থেকে আর ১৮ বছর বয়সে মিলবে না সুখটানের অনুমতি। বিড়ি হোক বা সিগারেট কিংবা যে কোন তামাকজাত দ্রব্য পান বা কিনতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। নতুন আইনে এমনই নির্দেশিকা জারি করতে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আইনি উপদেষ্টা মন্ডলীর পরামর্শে এই নির্দেশিকা জারি করা হচ্ছে বলে জানা গেছে।
এই নির্দেশিকার মাধ্যমে দেশে ধূমপানের হার কমানো ও ধূমপান জনিত ক্ষতির পরিমাণ কমানোই স্বাস্থ্য মন্ত্রকের উদ্দেশ্য বলে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। এই আইন জারি হলে ২১ বছরের কম বয়সি যুবক যুবতীরা দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করতে পারবে না বলে জানা গেছে। বর্তমানে ১৮ বছরের কম বয়সি তরুণ তরুণীরা মাদকদ্রব্য ক্রয় করতে পারে না। দেশের বিভিন্ন জায়গায় ধূমপানে নিষেধাজ্ঞাও জারি রয়েছে। নিষেধাজ্ঞা থাকা এলাকায় ধূমপান করলে ন্যূনতম ২০০ টাকা জরিমানা দিতে হয়।
আরও পড়ুন : সন্ত্রাস মোকাবিলার প্রসঙ্গে পাকিস্তানের কথায় ‘সুর নরম’ মার্কিন প্রেসিডেন্টের
বর্তমানে দেশে প্রতি বছর গড়ে ১০ লক্ষ মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ ধূমপান বা মাদকদ্রব্য সেবন। ভারতে ১৯ শতাংশ পুরুষ ও ২ শতাংশ মহিলা নিয়মিত ধূমপানে আসক্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট।