গতকালই উদ্বোধন হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নতুন করে সাজানো মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। কিন্তু এই উদ্বোধন ঘিরেও এবার শুরু হয়েছে বিতর্ক। কিন্তু জমকালো সেই উদ্বোধনে ঠাঁই হলোনা মোতেরা স্টেডিয়ামের প্রধান স্থপতি মৃগেশ জয়কৃষ্ণের। কয়েক লক্ষ মানুষ এসেছিলেন উদ্বোধন দেখতে, আমন্ত্রিত ছিলেন কয়েক হাজার অতিথি। কিন্তু তার মধ্যেও ঠাঁই হয়নি মৃগেশ জয়কৃষ্ণের।
১৯৮৩ সালে এই মৃগেশ জয়কৃষ্ণের হাত ধরেই তৈরি হয় তৎকালীন মোতেরা স্টেডিয়াম, যা আজ সংস্কার হয়েছে। হাজার বিরোধিতা সত্ত্বেও মাত্র ৮ মাসে এই স্টেডিয়াম তৈরি হয় মৃগেশ জয়কৃষ্ণের তত্ত্বাবধানে। সেই মোতেরাই আজ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। আর সেখানেই ডাক পেলেন না মৃগেশই।
আরও পড়ুন : রনক্ষেত্র রাজধানী, দিল্লির সংঘর্ষে মৃত্যু ৫ জনের জখম ১৬০ জন
যদিও ডাক না পাওয়ার জন্য তিনি মোটেই দুঃখিত নন। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মৃগেশ বলেছেন, ‘আমন্ত্রণ না পাওয়ার জন্য আমি মোটেই দুঃখিত নই। সেই মোতেরা স্টেডিয়ামকে আজ এতবড় হতে দেখে আমি খুবই খুশি। এতেই আমার সব দুঃখ হারিয়ে গেছে। আমন্ত্রণ পাওয়া না পাওয়াটা একেবারেই গুরুত্বহীন।’