দিল্লির এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঠিক সকাল ১০.৩০ তা নাগাদ তার নিজের বাড়ীতে বৈঠক করার কথা কেজরিওয়ালের। তিনি টুইটে জানিয়েছেন যে তিনি এই পরিস্থিতি নিয়ে চিন্তিত। প্রত্যেককে একসাথে এগিয়ে আসতে অনুরোধ করেছেন তিনি। সাথে এই হিংসা বন্ধ করতে বলেছেন। আজ দিল্লির বিভিন্ন দলের মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন একথাও তিনি টুইটে জানিয়েছেন।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুপুর ১২ টা নাগাদ একটি বৈঠক ডেকেছেন। সেখানে উপস্থিত থাকবেন অনিল বাজিলাল, অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা। দিল্লি পুলিশ উত্তর-পূর্ব দিল্লির এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে ক্রমাগত বিভিন্ন হিংসার খবর সংক্রান্ত ফোন এসেছে। দিল্লির সব স্কুল, অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন : রনক্ষেত্র রাজধানী, দিল্লির সংঘর্ষে মৃত্যু ৫ জনের জখম ১৬০ জন
এছাড়া ৫ টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। যেগুলি হল – জাফরাবাদ, মউজপুর-বাবরপুর, গোকুলপুরী ,জহরী ও শিভ বিহার মেট্রো স্টেশন । বিক্ষোভকারীরা সোমবার মেট্রো স্টেশনের সামনে আনেক গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। দিল্লির এই পরিস্থিতি নিয়ে এখন সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুততার সাথে এই পরিস্থিতি মোকাবিলা না করতে পারলে তা আরও ভয়াবহ আকার নেবে বলে সাধারণ মানুষের ধারণা।