ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিয়ের মরসুমে সোনার দাম আকাশছোঁয়া, মাথায় হাত মধ্যবিত্তের

Advertisement

সোনার দাম ছাড়ালো ৪৪,০০০ এর গন্ডি। এই প্রথমবার ৪৪ হাজারের বেশি দাম হলো সোনার। আজ প্রায় ৯০০ টাকা দাম বাড়লো ২৪ ক্যারেট সোনার। ২৪ ক্যারেট সোনার দামে পাশাপাশি ২২ ক্যারেটের দামও বেড়েছে। ২৪ ক্যারেট সোনার কলকাতায় দাম ৪৫,৩৭১ টাকা(জিএসটি সহ)। ২২ ক্যারেট সোনার দামও বেড়ে হয়েছে ৪১,৭৯০ টাকা। জিএসটি দিয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৩,০৪৩ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। আজ প্রতি কেজি রুপোর দাম

বিশেষজ্ঞদের মতে বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে সোনার উপর লগ্নি বাড়ছে, ফলে প্রতিদিনই বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই সোনার দাম বাড়ার ফলে ভারতের বাজারেও বাড়ছে দাম। এছাড়া ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ার ফলেও সোনার দাম বাড়ছে। এদিন আবারও টাকার দাম বেশ কিছুটা পড়েছে, ফলস্বরূপ আগুন হয়েছে সোনার দাম।

আরও পড়ুন : ফের রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, সতর্ক বার্তা দিল হাওয়া অফিস

আর প্রতিদিন সোনার দাম বাড়ার ফলে গয়নার বাজারও একদমই তলানিতে ঠেকেছে। বিয়ের মরসুমে সোনার এই আকাশছোঁয়া দামে যে সাধারণ ব্যাবসায়ী থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেই প্রবল অসুবিধায় পড়বে সেকথা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button