খেলা

একই মঞ্চে জয় মোহনবাগান, ইস্টবেঙ্গলের!

Advertisement

ওয়েব ডেস্ক : শহরের এক নামী বেসরকারি হোটেলে জী বাংলা ফুটবল লিগ ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিলো। জী বাংলা ফুটবল লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ইস্টবেঙ্গল মাঠে এই ম্যাচ চলাকালীন রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ফলে সংঘর্ষে জড়িয়ে পরে দুই দলের সমর্থক রা। শেষ পর্যন্ত ম্যাচ টিকে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কমিশনার। অবশেষে আই এফ এ সচীবের হস্তক্ষেপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান কে যুগ্মবিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

সেই সম্মান আজ তুলে দেওয়া হলো দুই দলের হাতে। পুরস্কার মূল্য হিসেবে উভয় দল কে ৪০ লক্ষ টাকা দেওয়া হয় এছাড়াও ইস্টবেঙ্গলের দীপ সাহা কে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ঘোষণা করা হয় তিনি লিডসে অনুশীলন করার সুযোগ পাবেন। এছাড়াও মোহনবাগানের শুভ ঘোষ সর্বোচ্চ গোলদাতার সম্মান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী এছাড়াও ছিলেন টলিউডের বহু তারকা।

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছে প্রকাশ করলেন রোনাল্ডো

Related Articles

Back to top button