ক্রিকেটখেলা

উড়ন্ত ডু প্লেসি এবং মিলারের অবিশ্বাস্য ক্যাচ, ক্যাচ দেখে তোলপাড় বিশ্ব ক্রিকেট

Advertisement

দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচ হারার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ১২ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই জেতার থেকেও এই ম্যাচে যেটা সবচেয়ে বেশি করে চর্চা হচ্ছে ফ্যাফ ডু প্লেসি এবং ডেভিড মিলারের রিলে ক্যাচ নিয়ে। ম্যাচে ক্যাচটি ধরার পর থেকেই চর্চা শুরু হয়েছে এটি নিয়েই।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮ তম ওভারে এনগিডির বলে শট মেরেছিলেন মিচেল মার্শ। ডিপে ফিল্ডিং করছিলেন ডু প্লেসি। ছয় হয়ে যাওয়া বলটা উড়ে ক্যাচ ধরেন ডু প্লেসি, কিন্তু ধরেই তিনি বাউন্ডারির বাইরে চলে যান। কিন্তু যাওয়ার আগে বলটি বাউন্ডারির ভিতরে থাকা মিলারের উদ্যেশ্যে ছুঁড়ে দিয়ে যান। কিন্তু মিলারও ক্যাচটি ধরার মতো জায়গায় ছিলেন না। কিন্তু মিলার অসাধারণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি ধরেন। এইভাবেও যে আউট হওয়া যায় তা বোধহয় মিচেল মার্শ বিশ্বাস করতে পারেননি।

আরও পড়ুন : এশিয়া একাদশে ১৫ জনের দল ঘোষণা, দলে আছে এই তারকা ক্রিকেটার

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডিকক। অধিনায়কের ঝোড়ো ইনিংসের পরেও ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং ওপেনার ডেভিড ওয়ার্নার প্রথম উইকেটে ৪৮ রান জোড়েন। এরপর স্মিথের সাথে ওয়ার্নার ৫০ রান যোগ করেন। কিন্তু শেষ পর্যন্ত বোলারদের অসাধারণ বোলিং এর সৌজন্যে ম্যাচটি ১২ রানে জেতে দক্ষিণ আফ্রিকা।

Related Articles

Back to top button