Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরের মাসে বিরাটের অধিনায়কে এশিয়া একাদশ ম্যাচ খেলবে এই ১১ জন ক্রিকেটার

বাংলাদেশের জাতির জনক ও দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে দুটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি এই ম্যাচ দুটিকে…

Avatar

বাংলাদেশের জাতির জনক ও দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে দুটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি এই ম্যাচ দুটিকে অফিসিয়াল স্ট্যাটাস দিয়েছে অর্থাৎ ম্যাচ দুটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হবে। ১৮ ই মার্চ ও ২১ শে মার্চ ম্যাচ দুটি হবে এশীয় একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে।

ঢাকার বঙ্গবন্ধু ক্রিকেট স্টেডিয়াম (পূর্বতন নাম শের-ই-বাংলা স্টেডিয়াম) এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচের জন্য এশীয় একাদশের খেলোয়াড় তালিকা আজ প্রকাশ্যে চলে এল। ভারত থেকে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, মহম্মদ শামি ও কুলদীপ যাদব এই পাঁচ জনের নাম এশীয় একাদশের হয়ে খেলার জন্য পাঠানো হয়েছে। তবে এশীয় একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে প্রথম ম্যাচে বিরাট কোহলিকে পাওয়া যাবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : প্রথম টেস্টে হার ভারতের, দ্বিতীয় টেস্ট অশ্বিনের পরিবর্তে খেলতে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে

১৮ ই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেনে তৃতীয় ও সিরিজের অন্তিম একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই জন্য ঢাকায় প্রথম ম্যাচে বিরাটের পরিবর্তে খেলবেন কে এল রাহুল। এর পাশাপাশি বিশ্ব একাদশ দলে খেলতে দেখা যাবে ক্রিস গেইল, রস টেলর, কায়রন পোলার্ড, ফাফ দু প্লেসির মতো তারকাদের। বিশ্ব একাদশ দলকে নেতৃত্ব দেবেন দু প্লেসি এবং কোচের ভূমিকায় থাকবেন টম মুডি।

এশীয় একাদশ দল : কে এল রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, বিরাট কোহলি, লিটন দাস, ঋষভ পন্ত, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, সন্দীপ লামিছেনি, লাসিথ মালিঙ্গা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মুজিবুর রহমান।

About Author