সম্প্রতি গাড়িচালক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা হাই কোর্ট। অষ্টমশ্রেণি পাশেই মিলবে হাইকোর্টে চাকরি। চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হলেও কাজে দক্ষতার ভিত্তিতে পরবর্তীতে স্থায়ী হিসাবে নিয়োগ করা হতে পারে।
আবেদনকারীর যোগ্যতা প্রার্থীকে হতে হবে অষ্টম শ্রেণি পাশ, আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বিভিন্ন ধরনের গাড়ি চালানো জানতে হবে। অটোমোবাইল মেকানিকজম সম্পর্কে জ্ঞান আবশ্যক।
আবেদনের ঠিকানা : বায়োডেটা পাঠাতে হবে এই ঠিকানায় – দ্য রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট, ৩ এসপ্ল্যানেড রো(ওয়েস্ট), কলকাতা-৭০০০০১। আবেদনপত্রের জন্য অবশ্যই ২৫ সেন্টিমিটার x ১১ সেন্টিমিটারের একটি নিজের সই করা খাম পাঠাতে হবে।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন ফাঁস রুখতে নয়া সিদ্ধান্ত
আবেদন ফি : আবেদনের জন্য সাধারণ (General) প্রার্থীদের ৩০০ টাকা এবং তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের ১০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি জমা দিতে হবে।
পরীক্ষা পদ্ধতি : গাড়ি চালানোর পরীক্ষার মাধ্যমেই কর্মী বাছাই হবে।
বেতন : বেতন প্রতি মাসে ৫ হাজার ৪০০ টাকা থেকে ২৫ হাজার ২০০ টাকা পর্যন্ত।
বিশদ জানতে ওয়েবসাইটটি হল- www.calcuttahighcourt.gov.in