কলকাতানিউজ

আজ সারাদিন কেমন থাকবে আকাশ, কী জানাল আবহাওয়া দপ্তর

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বুধবার রাতে বৃষ্টিতে ভিজলো শহর কলকাতা। তারপরেও অবশ্য উষ্ণতা কমার কোন সম্ভাবনা দেখা যায়নি। বৃহস্পতিবার সকাল থেকেই উর্ধ্বগামী শহরের উষ্ণতা। গতকাল রাতের অঝোরে বর্ষণও কাজে এলো না। বৃহস্পতিবার সকালে উষ্ণতা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম থাকলেও দিন গড়ালে উর্ধ্বমুখী হয় উষ্ণতার পারদ। সকালের ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা এসে পৌঁছায় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।

বুধবার সারাদিন মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি শহরে। তবে রাত্রি গড়ালে বৃষ্টির স্পর্শ পায় তিলোত্তমা। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টির পরিমাণ। যার ফলে মনে করা হচ্ছিল যে বৃহস্পতিবার কমতে পারে শহরের উষ্ণতা। কিন্তু সে আশায় জল ঢেলে আপাতত উর্ধ্বমুখী উষ্ণতার পারদ।

আরও পড়ুন : মে মাস থেকেই ছুটবে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো, জানালেন মেট্রো কর্তৃপক্ষ

অন্যদিকে, মঙ্গলবারও বৃষ্টি হওয়ার কারণে বুধবার বাতাসের আর্দ্রতা বেশী থাকায় উষ্ণতা কিছুটা কম ছিল। সেই হিসেবে বেড়েছে বৃহস্পতিবারের তাপমান। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেই স্বাভাবিকের চেয়ে উষ্ণতা বেশি থাকার নিদর্শন দেখা যায়।

Related Articles

Back to top button