জিডিপিতে বড় পতন, বৃদ্ধির হার কমে দাঁড়াল ৪.৭ শতাংশে
শুক্রবার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস জানিয়েছে যে গত সাতবছরের সর্বনিম্ন জিডিপিতে এসে দাঁড়িয়েছে ২০১৯-২০২০ র তৃতীয় ত্রিমাসিক অর্থাৎ অক্টোবর – ডিসেম্বর -এ জিডিপি-র হার কমে দাঁড়াল ৪.৭ শতাংশে। ২০১২-২০১৩ অর্থবর্ষের তৃতীয় ত্রিমাসিক এ জিডিপি কমে গিয়ে দাঁড়িয়েছিল ৪.৩ শতাংশে। এর এত বছর পর আবার এতটা হারে জিডিপি -র পতন হল। এরসাথে গত ছয় মাস ধরে শেয়ার বাজারে ধস নেমেছে। শুক্রবার বিশ্ববাজারে সেনসেক্স ও নিফটির অস্বাভাবিক পতন ঘটেছে। বিশেষজ্ঞরা এই পতনের আভাসকে ২০০৮ শালেড় পতনের সাথে তুলনা করছেন।
জিডিপি হার দ্বিতীয় ত্রৈমাসিকে ছিল ৪.৫ শতাংশ। পরে নতুন রিপোর্টে তা সংশোধন করে ৫.১ শতাংশ করা হয়। কৃষিক্ষেত্রে ২ শতাংশ থেকে বেড়ে ৩.৫ শতাংশ হয়েছে। কিন্তু বাণিজ্য থেকে পরিবহণ , হোটেল ইত্যাদি পরিষেবার ক্ষেত্রে পতন হয়েছে। পতনের হার ৭.৮ শতাংশ থেকে কোমে দাঁড়িয়েছে ৫.৯ শতাংশে। প্রতিরক্ষা ক্ষেত্রে আবার ঊর্ধ্বমুখী হয়েছে ৮.১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৯.৭ শতাংশ।
আরও পড়ুন : একটানা ৬ দিন, মোট ১১ দিন ব্যাংক বন্ধ মার্চে, ভোগান্তি এড়াতে সেরে নিন গুরুত্বপূর্ণ কাজ
রিপোর্টের তথ্য অনুযায়ী, মাথাপিছু গড় আয় আগের বছরের থেকে বেড়ে হয়েছে ১,৩৪,৪৩২ টাকা। আগে ছিল ১,২৬,৫২১ টাকা।