Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় রেলে চালু বিলাসবহুল ট্রেন ‘গোল্ডেন রথ’, যাত্রা শুরু ২২শে মার্চ

এবার কর্ণাটকের বুকে নতুন করে চলবে 'সোনার রথ।' আগামী ২২ মার্চ এই ট্রেন কর্ণাটকে শুরু করছে প্রথম সফর। সফর চলবে ২২ মার্চ, ২৯ মার্চ ও ১২ এপ্রিল। ভারতীয় রেলের ট্রেনের…

Avatar

এবার কর্ণাটকের বুকে নতুন করে চলবে ‘সোনার রথ।’ আগামী ২২ মার্চ এই ট্রেন কর্ণাটকে শুরু করছে প্রথম সফর। সফর চলবে ২২ মার্চ, ২৯ মার্চ ও ১২ এপ্রিল। ভারতীয় রেলের ট্রেনের তালিকায় এবার গোল্ডেন চ্যারিয়ট। আইআরসিটিসি- এর দায়িত্বে এই ট্রেনের কারুকার্য পাল্টে গিয়েছে। নতুন ভাবে সাজানো হয়েছে এই ট্রেন। বিলাসবহুল জিনিসপত্র, আসবাবপত্রে ভরপুর এই ট্রেন চলবে বন্দিপুর জাতীয় উদ্যান, মাইসোর, হ্যালেবিডু, চিকমাগালুর, হাম্পি, বাদামি-পাট্টাডাকাল-আইহোল ও গোয়ায়।

তারপর ফিরে আসবে বেঙ্গালুরুতে। আইআরসিটিসির দায়িত্বে দেওয়া হয়েছে এই ট্রেন। এরপর এই ট্রেনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের জন্য। বেশ কিছু পরিবর্তন এসেছে এই ট্রেনটিতে। রয়েছে খাবারের বিশেষ বন্দোবস্ত। আনা হয়েছে অভিজ্ঞ শেফদের, এবং দেশি থেকে আন্তর্জাতিক, জিভে জল আনা সব খাবার পরিবেশন করবেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস, শেয়ার বাজার থেকে উধাও কয়েক লক্ষ কোটি

আনা হয়েছে নতুন পর্দা, সোফা, সমস্ত রুম ও বাথরুম সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে স্মার্ট টিভি, যার সাহায্যে যাত্রীরা আমাজন, নেটফ্লিক্স ও হটস্টারের সাহায্য বিনোদন উপভোগ করতে পারবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

About Author