এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খোলায় গ্রেফতার হলেন এক কলেজ শিক্ষক। জানা গিয়েছে, তিনি সম্প্রতি দিল্লির হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তারফলেই তাকে গ্রেফতার করা শিলচর থানার তরফ থেকে। পরিবারের অভিযোগ, কলেজ গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, এমনকি তাকে বরখাস্ত করারও আবেদন ওঠে ছাত্রদের মধ্যে থেকে। এরপরই তিনি ফেসবুকের পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমা প্রার্থনা করে একটি পোস্ট করেন।
এরপর শেষ নয়, তার বাড়িতে চড়াও হয় একদল মানুষ। তাদের দাবী, সৌরদীপ সেনগুপ্ত নামের ওই শিক্ষককে ফেসবুকে লাইভ হয়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু সময় সৌরদীপ বাড়িতে ছিলেন না। এরপরই শিলচর সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, অসমের শিলচরে বাড়ি ওই যুবকের। ধৃত ওই ব্যক্তি গুরুচরণ শীল কলেজের অতিথি অধ্যাপক। সৌরদীপ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহকারী সম্পাদক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : ফের পিছিয়ে যেতে পারে ফাঁসির রায়, পবনের নতুন করে পিটিশন জারি
এই ঘটনার জেরে তাকে বরখাস্তের দাবী করেছে কলেজ পড়ুয়ারা। তার বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সৌরদীপের পোস্ট প্রসঙ্গে উপযুক্ত শাস্তির দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।