Today Trending Newsনিউজরাজ্য

গ্রাহকদের জন্য সুখবর, এবার থেকে বিদ্যুতের বিলেও প্রি-পেড কার্ড

Advertisement

মোবাইলে যেমন প্রি-পেড কার্ড রয়েছে, ঠিক তেমনি বিদ্যুৎে ও সেই প্রি-প্রেড কার্ড চালু করবে রাজ্য। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগম লিমিটেড (WBSEDCL)প্রতি তিন মাস অন্তর বাড়ীতে বিল পাঠায়। কিন্তু নতুন এই প্রি-পেড ব্যবস্থা চালু হলে গ্রাহকদের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভাব্য অগ্রিম বিলের টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে। টাকা জমা পড়লে তবেই তারা পরিষেবা নিতে পারবেন। এর ফলে যেহেতু আগে থেকে টাকা দিতে হচ্ছে তাই গ্রাহকরা বিদ্যুতের বিল বাকি ও রাখতে পারবে না বলেই বিদ্যুৎ দফতর মনে করছেন। আর এই ব্যবস্থার ফলে বিদ্যুৎ ও সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

এই প্রস্তাবতা কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন আগে রাজ্য সরকারকে দিয়েছে। এবার সেটা লাগু করার চেষ্টা শুরু করেছে রাজ্য। টাকা জমা দিলে তবেই বিদ্যুতের সুবিধা পাওয়া যাবে। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন যে বেশ কএকদিন আগেই এরকম প্রস্তাব কেন্দ্র পাঠিয়েছে, যদিও এর আগেই নিউটাউনের বাড়ি এবং অফিসে প্রি-পেড বিদ্যুৎ বিল চালু হয়েছিল। এবার সারা রাজ্যে এমন ব্যবস্থা চালু করার জন্য  পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : এবার আরও সহজ, গ্যাস বুকিং-এ শুরু নতুন পদ্ধতি

রাজ্য সরকার এর আগে বাজেটে ঘোষণা করেছে যে এবার থেকে প্রায় ৩৫ হাজার পরিবার , যাদের তিন মাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তাদের টাকা সরকার দেবে। আর তাদের এই বিল ও দিতে হবে না।  নতুন এই নিয়মের ফলে আয় ও অনেকটা বাড়বে বলে বিদ্যুৎ দফতর মনে করছে।

Related Articles

Back to top button