কৌশিক পোল্ল্যে: প্রায় সতেরো বছর ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভা সকলকে দেখার সুযোগ করে দিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার ছবির সংখ্যাও নেহাত কম নয়। সাফল্য কিংবা হতাশা দুয়েরই মুখোমুখি হয়েছেন তিনি। যদিও বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে আজও তিনি উজ্জ্বলতম।
তার প্রেমের সম্পর্ক ঘিরেও জড়িয়ে রয়েছে বহু বিতর্ক। কেরিয়ারের শুরুতে সলমান খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বলিপাড়ার হট টপিক হয়ে ওঠে। যুগলের প্রেমে খুশি ছিলেন অনেকেই। তারপর মনমালিন্যের জেরে সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসে রনবীর কাপুরের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ান, কিন্তু এই সম্পর্ক চিরস্থায়ী হয়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : জমজমাট অ্যাকশনে ভরপুর অক্ষয়ের ‘সূর্যবংশী’, দেখে নিন ছবির দুর্দান্ত ট্রেলার
ক্যাটরিনা অভিনীত ‘ব্যাং ব্যাং’ ছবিটি ডিজাস্টার হবার পর ইন্ডাস্ট্রিতে তার কদর অনেকটাই কমে যায়। এরপর তার ভরাডুবি কেরিয়ারে আবারো হাল ধরতে আসেন ভাইজান সলমান খান এবং এই জুটির মিশেলে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি সুপারহিট হয়। ক্যাটরিনার হারানো গৌরব ফিরে আসে।
নৃত্যে পারদর্শী ক্যাটরিনা বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ‘সূর্যবংশী’ ছবিতে অভিনয় করেছেন যেটির পরিচালনার দায়িত্বে ছিলেন রোহিত শেট্টি। আজ ছবির ট্রেলার লঞ্চে কমলা রংয়ের সুন্দর পোশাকে মঞ্চ কাঁপালেন এই বলি সুন্দরী। সোশ্যাল সাইটে ভাইরাল হল তার ছবিগুলি। ক্যাটরিনার সুন্দর ছবিগুলি নীচের ওয়ালে সাজানো রইল। একঝলক দেখে নিন আপনিও।
View this post on Instagram