সকাল থেকে মেঘলা আকাশ, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি
আগামী ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা কলকাতা, নদীয়, হুগলি বাঁকুড়া, বীরভূম, দুই ২৪ পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি পূবালী হাওয়া এবং পশ্চিমি হাওয়া দুইয়ে মিলে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবেই এমন বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর সঙ্গে বর্ষার সম্পর্ক নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন : জনসংখ্যা নিয়ন্ত্রণেও আইন আনতে চলেছে কেন্দ্র, মন্ত্রীর বক্তব্যে বাড়ছে জল্পনা
এদিন উত্তরবঙ্গে শিলা বৃষ্টির পাশাপাশি বরফে ঢেকে গিয়েছে দার্জিলিং। এছাড়াও উত্তরের জেলাগুলি জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে।