‘দিল্লির হিংসা বাংলায় কখনও হবে না’, বিজেপিকে নিশানা করে বললেন মমতা
দিল্লিতে বেশ কিছুদিন ধরে চলছিল দাঙ্গা হাঙ্গামা, যার ফলে নিহত ও আহত হয়েছেন বেশ কিছু মানুষ। নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির রাজপথে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, এমন দাঙ্গা ঠেকাতে পুলিশ ব্যর্থ হয় বলে জানা গিয়েছে। রাজধানীর এমন বেহাল পরিস্থিতিকে নিশানা করেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুড় চড়ালেন বিজেপির বিরুদ্ধে।
গত বছর উপনির্বাচনে আরও একবার তৃণমূল বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই প্রথম কালিয়াগঞ্জে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমকেই তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য তিনি কালিয়াগঞ্জের জনগণকে ধন্যবাদ জানান। এরপরই বিজেপিকে নিশানা করে বলেন, “উত্তরপ্রদেশ, দিল্লি চাই না, দাঙ্গা চাই না, ভাত চাই।” এরপর তিনি আরও বলেন, দিল্লিতে যা হয়েছে তা বাংলায় হবে না। তৃনমুল সরকার তা কখনোই বরদাস্ত করবে না।
আরও পড়ুন : বড় ঘোষণা : ১ লক্ষ গরীব ছেলে মেয়েকে টাকা দেবে মমতা সরকার
গত বছরের নির্বাচনে উত্তরবঙ্গের প্রায় অনেকগুলি আসন বিজেপি জিতে যায়। যার ফলে কালিয়াগঞ্জ নিয়েও তারা আশাবাদী ছিল। কিন্তু সেই আশায় জল ঢেলে কালিয়াগঞ্জে প্রার্থী হয়ে জেতেন তপন দেব সিনহা। ফের আরও একবার তৃনমুল ভোটে জিতেছে কালিয়াগঞ্জে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি সবসময় বাংলার মানুষের পাশে আছেন। কোনোভাবেই সিএএ ও এনআরসি হবে না বাংলায় তা তিনি আরও একবার স্পষ্ট করে দেন। তাই নাগরিকত্ব হারানোর ভয় কেউ যেন না পান সেই বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন।
এরপর ওই সভা থেকে অনেকগুলো প্রকল্প তুলে ধরেন মাননীয়া। নতুন আবাস যোজন – স্নেহালয়, ‘জয় বাংলা’ প্রকল্প যেখানে খেটে খাওয়া গরীব মানুষেরা মাসে ১০০০ টাকা ভাতা পাবেন। কালিয়াগঞ্জ হাসপাতালের বেড সংখ্যা ৬০ থেকে বাড়িয়ে করে দেওয়া হল ১০০।