নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলেও ভারত আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রেখেছে। ভারতের পাশাপাশি ভারত অধিনায়ক বিরাট কোহলিও দ্বিতীয় স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছেন যদিও তিনি ২০ রেটিং পয়েন্ট খুইয়েছেন। প্রথম টেস্টে খারাপ প্রর্দশনের পরেই তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের কাছে শীর্ষস্থানটি হারিয়েছিলেন।
বর্তমানে ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি, স্মিথ ৯১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। কোহলি ছাড়া সেরা দশে রয়েছে আরও দুই ভারতীয় ক্রিকেটার। ৭৬৬ পয়েন্ট নিয়ে চেতেশ্বর পূজারা সপ্তম এবং নবম স্থানে ৭২৬ পয়েন্ট নিয়ে রয়েছেন অজিঙ্কা রাহানে। আইসিসি বোলারদের ক্রমতালিকাতে সেরা দশে রয়েছেন একজন মাত্র ভারতীয় ক্রিকেটার। তিনি হলেন জসপ্রিত বুমরাহ, ৭৭৯ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন তিনি।
আরও পড়ুন : মাঠে ফিরলেন দুরন্ত ফর্মে, ৩৭ বলে ১০০ রান করলেন হার্দিক পান্ডিয়া
শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট ক্যামিন্স। তালিকায় বুমরাহ ছাড়া রবিচন্দ্রন অশ্বিন(৭৫৭) দ্বাদশ এবং মহম্মদ শামি(৭৪৯) পঞ্চদশ স্থানে রয়েছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন দুজন ভারতীয় ক্রিকেটার। রবীন্দ্র জাদেজা রয়েছেন তৃতীয় স্থানে এবং পঞ্চম স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের ক্রমতালিকায় নেতৃত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।