বৃষ্টি এবছর পিছু ছাড়ছেই না। গতকাল সন্ধ্যেবেলা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাতে। কলকাতার সল্টলেক অঞ্চলে শিলাবৃষ্টি ও হয়েছে। এই বৃষ্টি আবার হবে বলে দফতর জানিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে দফতর জানিয়েছে। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির একটু বেশি। আজ আরও ২ ডিগ্রি তাপমাত্রা কমাতে আবহাওয়া ঠাণ্ডা থাকবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ব্যাংক অ্যালার্ট : ২০০০ টাকার নোট নিয়ে নতুন বিজ্ঞপ্তি ব্যাঙ্কের
গতকাল সন্ধ্যের বৃষ্টির জেরে অফিস যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কলকাতার বহু রাস্তাতে জল জমে গিয়েছিল। আর এই অকাল বৃষ্টির জেরে কৃষকরা চাষাবাদে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। কলকাতার সাথে রাজ্যের বেশ কিছু জেলাতে শিলা বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।