দেশনিউজ

হোলি স্পেশাল ট্রেনের তালিকা প্রকাশ করলো ভারতীয় রেল কর্তৃপক্ষ

Advertisement

আপনি যদি আপনার বন্ধু ও পরিবারকে নিয়ে এই হোলি উৎসব দেখার পরিকল্পনা করছেন এবং ট্রেন সংরক্ষণের বিষয়ে চিন্তিত রয়েছেন তবে আপনার জন্য একটি সুসংবাদ রয়েছে। উৎসবের মধ্যে যাত্রীদের ভীড় সামলাতে হোলি স্পেশাল ট্রেন পরিচালনা করবে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এই ট্রেনগুলির মধ্যে সাপ্তাহিক এবং দ্বি-সাপ্তাহিক বিশেষ ট্রেনগুলিও অন্তর্ভুক্ত থাকবে যা লক্ষ্ণৌ, বারাণসী, আম্বালা এবং বৈষ্ণো দেবীর মতো জায়গায় যাবে। এই বিশেষ ট্রেনগুলি হল

১. আনন্দ বিহার-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাত্রা দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস।

২.বাতিন্ডা-বারাণসী সাপ্তাহিক এক্সপ্রেস।

৩. নাঙ্গাল ড্যাম-লখনউ সাপ্তাহিক এক্সপ্রেস।

৪. শ্রী মাতা বৈষ্ণো দেবী কাত্রা-বারাণসী এক্সপ্রেস।

৫. হযরত নিজামুদ্দিন-লখনউ এক্সপ্রেস।

৬. আনন্দ বিহার-লখনউ এক্সপ্রেস।

৭. নয়াদিল্লী-বারাণসী ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস।

৮. এলটিটি-পাটনা-এলটিটি এক্সপ্রেস।

৯.এলটিটি-বারাণসী- এলটিটি এক্সপ্রেস।

১০. এলটিটি- এমএইউ- এলটিটি এক্সপ্রেস।

১১. পুনে-দানাপুর-পুনে এক্সপ্রেস।

১২. পুনে-বল্লারশাহ-পুনে এক্সপ্রেস। (সাপ্তাহিক)

১৩. সাহারানপুর-আম্বালা ক্যান্ট MEMU এক্সপ্রেস।

Related Articles

Back to top button