পবন গুপ্তের প্রাণভিক্ষার আবেদন খারিজ, ফাঁসির দিন ঘোষণার অপেক্ষায় গোটা দেশ
নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি বার বার পিছিয়ে পড়ছে। গত ৩ রা মার্চ ফাঁসির দিন ঠিক করা হলেও তা হয়নি। তৃতীয়বারের জন্য ফাঁসি পিছিয়ে গেছে। ফাঁসির কয়েকদিন আগে পবন গুপ্তা প্রাণ ভিক্ষার আবেদন জানায়। আর এই আর্জির জন্যই ৩ রা মার্চ ফাঁসি দেওয়া যায়নি। পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি।
সোমবার সুপ্রিম কোর্টে প্রাণ ভিক্ষার আর্জি খারিজ হয়ে গেলে দোষীদের আইনজীবী রাষ্ট্রপতির দ্বারস্থ হন। কিন্তু এবার রাষ্ট্রপতিও সেই আর্জি খারিজ করে দিয়েছে। অক্ষয় এর আগে একই আর্জি জানিয়েছিল, তখন ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেটা খারিজ করে দেন। মুকেশ ও বিনয় অনেকরকম ভাবে ফাঁসি বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু সেই সব কিছুই বন্ধ করা হয়েছে। শুধুমাত্র পবনের আর্জি বাকি ছিল। সেটাও খারিজ করে দেওয়ার ফলে তাদের সুযোগ কমল। তবে দোষীরা আবার নতুন কিছুর আবেদন করে আদালতে যেতে পারে বলে আইনজীবীরা মনে করছেন।
আরও পড়ুন : নির্যাতিতার বাবাকে খুনের হুমকি, দোষী সাব্যস্ত কুলদীপ সহ ৭
রাষ্ট্রপতির সাথে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও তারা প্রাণ ভিক্ষার আর্জির জানায়। পবন ও অক্ষয় ৩ রা মার্চের ফাঁসির উপর স্তগিতাদেশ চেয়ে পাতিয়ালা হাই কোর্টে আবেদন করেছিল। আর তাই মৃত্যুদণ্ড কার্যকর করার উপরে স্তগিতাদেশ জারি করেছিল আদালত।
পবনের আর্জি ও খারিজ করার ফলে খুব দ্রুত সাজা কার্যকর হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন।