Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্ভয়া কাণ্ড : আগামী ২০ মার্চ ফাঁসি, চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারি আদালতের

আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় নির্ভয়ার চার দোষীকে ফাঁসি দেওয়া হবে। এ নিয়ে চতুর্থবার মৃত্যু ফাঁসির পরোয়ানা জারি হল। চার দোষী একাধিক বার প্রাণভিক্ষার আবেদন করায় বারবার ফাঁসি পিছিয়ে…

Avatar

আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় নির্ভয়ার চার দোষীকে ফাঁসি দেওয়া হবে। এ নিয়ে চতুর্থবার মৃত্যু ফাঁসির পরোয়ানা জারি হল। চার দোষী একাধিক বার প্রাণভিক্ষার আবেদন করায় বারবার ফাঁসি পিছিয়ে যায়। এর আগে তিনবার জারি করা হয়েছিল মৃত্যু পরোয়ানা। সোমবার সুপ্রিম কোর্টে পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার পরই রাষ্ট্রপতির দ্বারস্থ হয় তার আইনজীবী। রাষ্ট্রপতি তার আরজি খারিজ করে দেওয়ায় আর কোনো সমস্যা নেই ফাঁসি দিতে।

এর আগে ৩মার্চ চারজনের ফাঁসি হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। অক্ষয়, মুকেশ ও বিনয়ের আইনি সহায়তা পাওয়ার সব রাস্তা আগেই বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র পবনের ক্ষেত্রেই বাকি ছিল তাও রাষ্ট্রপতি খারিজ করে দেওয়ায় আর ফাঁসি পেছোনোর সম্ভাবনা নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বাংলা দখলে মরিয়া বিজেপি, ১৮ সাংসদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেন প্রধানমন্ত্রী

তবে আইনজীবী মহলের মতে, এবার পবনের আইনজীবী প্রাণভিক্ষা আরজি খারিজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে। তিনি আবার আইনি লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন, নির্ভয়ার পরিবারকে কুৎসিত কটাক্ষ করেছেন। এদিন রায় ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন চার দোষীর আইনজীবী এ পি সিং।

তিনি বলেন এর আগে চার দোষীর বিরুদ্ধে চারবার মৃত্যু পরোয়ানা জারি করে চারবার তাদের হত্যা করা হয়েছে। আর কতবার মারা হবে প্রশ্ন রেখেছেন তিনি।আর কত টাকা পেলে চার দোষীর ফাঁসির দাবিতে থেকে সরে আসবে নির্ভয়ার পরিবার জানতে চেয়েছেন তিনি। অন্যদিকে বারবার তারিখ পরিবর্তনে স্বাভাবিকভাবে নিরাশ নির্ভয়ার পরিবার এদিন পাতিয়ালা হাউস কোর্টে ফাঁসির নতুন তারিখ জানানোয় খুশি নির্ভয়ার পরিবার।

About Author