Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ট্রেন যাত্রায় নতুন সুবিধা, ঘরে বসেই পছন্দের আসন নির্বাচন করতে পারবেন যাত্রীরা

ট্রেন যাত্রীদের জন্যে সুখবর নিয়ে এলো আইআরসিটিসি। অনেক সময় একসাথে যাত্রা করার সময়ে আলাদা আলাদা কোচে উঠতে হয় অথবা একই কোচের দুই প্রান্তে পড়ে আসন। সেই সমস্যা থেকে মুক্তির জন্যে…

Avatar

ট্রেন যাত্রীদের জন্যে সুখবর নিয়ে এলো আইআরসিটিসি। অনেক সময় একসাথে যাত্রা করার সময়ে আলাদা আলাদা কোচে উঠতে হয় অথবা একই কোচের দুই প্রান্তে পড়ে আসন। সেই সমস্যা থেকে মুক্তির জন্যে নতুন সুবিধা এনেছে রেল কর্তৃপক্ষ। এবার থেকে যাত্রীরা নিজেদের পছন্দ মতো কোচের টিকিট কাটতে পারবেন। শুধু তাই নয় নিজের ইচ্ছে মতো আসনও পছন্দ করে বেছে নিতে পারবেন তারা। সমস্ত সুবিধা ঘরে বসেই মিলবে।

জানা গেছে আইআরসিটিসির ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকেই এই সুযোগ পাবেন যাত্রীরা। তবে শুধুমাত্র যারা শেষ মুহূর্তে টিকিট কাটবেন তারাই পাবেন এই সুবিধা। কারণ, ট্রেন ছাড়ার আগে রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হলেই এই সুযোগ মিলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : সোনার দামে ভারী পতন, জানুন আজকের সোনার দাম

নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেল টিকিটের রেজিস্ট্রেশন চার্ট ওয়েবসাইটে তুলে দেওয়া হলে অনলাইনে দেখা যাবে সেই চার্ট। সেটি দেখেই যাত্রীরা টিকিট কাটার সময়ে বেছে নিতে পারবেন পছন্দের কোচ ও আসন। এমনকী ট্রেনের সামনের দিকে, পিছনের দিকে না মাঝামাঝি জায়গার কোচে টিকিট চাইছেন সেটাও পছন্দ করতে পারবেন।

অনলাইনের চার্টে আগেই দেখা যাবে কোন শ্রেণির কোন কোচে কোন কোন আসন ফাঁকা রয়েছে।এবার সেই অনুযায়ী পছন্দ মতো আসন নির্বাচন করা যাবে।

About Author