Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রদ্ধার জন্মদিনে রাস্তায় নেমে তুমুল নাচ নাচলেন টাইগার শ্রফ, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: সদ্যই এই জুটির আসন্ন ছবিটি মুক্তির পথে, তারই কাজ চলছে পুরোদমে, তবে কাজের ফাঁকে কী ব্যক্তিগত সম্পর্কগুলো হারিয়ে যাবে? একদমই না। সেইজন্যই তো কাজের ফাঁকে সুযোগ বুঝে শ্রদ্ধা…

Avatar

কৌশিক পোল্ল্যে: সদ্যই এই জুটির আসন্ন ছবিটি মুক্তির পথে, তারই কাজ চলছে পুরোদমে, তবে কাজের ফাঁকে কী ব্যক্তিগত সম্পর্কগুলো হারিয়ে যাবে? একদমই না। সেইজন্যই তো কাজের ফাঁকে সুযোগ বুঝে শ্রদ্ধা কাপুরকে রীতিমতো চমকে দিলেন অভিনেতা টাইগার শ্রফ।

গতকাল ছিল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের জন্মদিন, সেই উপলক্ষ্যে মহাসমারোহে এই বিশেষ দিনটি শ্রদ্ধার সামনে সাজিয়ে উপস্থাপন করলেন টাইগার। শ্যুটিং এর পর সময় করে শ্রদ্ধাকে দিলেন এক বড়সড় সারপ্রাইজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একদল ফ্যানস সমেত ধুমধাম করে এন্ট্রি নেন টাইগার, এরপরই নিজের সুন্দর ড্যান্স স্কিলস এ সকলকে মুগ্ধ করেন, শ্রদ্ধাও তার সঙ্গে তালে তাল মেলান। ভক্তদের সঙ্গে সেলফি তোলা শেষ হলে, প্রাইভেসি মেনটেন করে কিছুটা দূরত্বে পাবলিক প্লেসেই তার বার্থডে কেক কাটলেন শ্রদ্ধা, যার পুরো আয়োজনটাই টাইগারের কৃতিত্ব।

আরও পড়ুন : পরিচালকের প্রেমে আভিনেত্রী, প্রেমের রহস্য ফাঁস হল অনুষ্কা শেট্টির

আর এই পুরো ঘটনার ভিডিয়োটি শরগোল ফেলে দিয়েছে। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় উপছে পড়ছে পোস্টের কমেন্টবক্স। অনেকেই মন্তব্য করেছেন এই না হলে বন্ধুত্ব। যদিও এই যুগলের বন্ধুত্ব অনেক দিনই পুরোনো হয়েছে সেই বাগী ছবিটির সময় থেকেই।

বাগী 3 ছবিতে আবারো বড়পর্দায় আসছেন এই জুটি। উল্লেখ্য এটি টাইগারের কেরিয়ারের অষ্টম ছবি। ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়চড়িয়ে বাড়ছে দর্শকমনে। ছবিতে টাইগারের বিশেষ বান্ধবী দিশা পাটানিকেও একটি আইটেম সং এ দেখা যাবে। শ্রদ্ধার জন্মদিনের বিশেষ মুহূর্তের ভিডিয়োটি নীচে সাজানো রইল।

About Author